Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সমাজসেবা বিষয়ক

 

১৯৯৩ সালের ২১শে নভেম্বর সমাজ সেবা বিভাগ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে হস্তান্তরিত হয়। দ্রুত শহরায়ন ও আধুনিকায়নের কারণে গ্রামের বাস্তুচ্যুত জনগণ জীবিকার অন্বেষণে শহরে ভীড় জমায়। এ ছিন্নমূল বস্তিবাসীদের মধ্যে নানাধরনের অপরাধ সংঘটিত হতে শুরু করে। শহর বাসীর জীবন যাত্রা ও পারিপার্শ্বিক পরিবেশ কলুষিত হতে থাকে। এ সমস্যার সুষ্ঠু সমাধান এবং বাস্তবমুখী কর্মসূচীর মাধ্যমে এদের পুনর্বাসন করার লক্ষ্যে ষাটের দশকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় সমাজ কল্যান মন্ত্রণালয়ের অধীনে শহর সমাজ উন্নয়ন কার্যক্রম চালুর মাধ্যমে সমাজ সেবা কার্যক্রমের যাত্রা শুরু।

শহর সমাজসেবা কার্যক্রম ছাড়াও শতকরা ৮০ জন লোক পল্লী এলাকায় বসবাস করে। দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পল্লী দরিদ্র ও বিত্তহীন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নতি সাধন করার জন্য সরকার বদ্ধপরিকর। উল্লেখিত লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ১৯৭৪ সনে দারিদ্র বিমোচন কর্মসূচীর পল্লী সমাজসেবা কার্যক্রম চালু করে। সমাজ কল্যান মন্ত্রণালয়াধীন সমাজ সেবা অধীদপ্তর শহর ও পল্লী সমাজ সেবা কার্যক্রমের মাধ্যমে উপরোক্ত এলাকায় বসবাসরত দুঃস্থ, দরিদ্র অবহেলিত, অনগ্রসর ও সুযোগ-সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী যেমন- ভূমিহীন কৃষক, বেকার যুবক, দুঃস্থ মহিলা ও শিশু- কিশোর, এতিম, ভবঘুরে, শারীরিক,মানসিক ও সামাজিক প্রতিবন্ধী ও অন্যান্য পশ্চাৎপদ জনগোষ্ঠীকে মানব সম্পদে রূপান্তরিত করার লক্ষ্যে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান পূর্বক তাদের দারিদ্র বিমোচন ও পারিবারিক উন্নয়ন সাধনসহ সাংগঠনিক তৎপরতার সাহায্যে বিভিন্নমুখী কর্মসূচী পরিচালনা করে আসছে। নিম্নে কর্মসূচীসমুহ বর্ণনা করা হলোঃ

১.শহর সমাজ সেবা কার্যক্রমঃ শহর সমাজ সেবা কার্যক্রমটি রাঙ্গামাটি জেলা সদরে পৌর এলাকায় পরিচালিত হয়ে আসছে। এ কার্যক্রমটির মূল উদ্দেশ্য হচ্ছে অনগ্রসর জনগোষ্ঠীকে বাস্তবমুখী কর্মসূচীর মাধ্যমে পুনর্বাসিত করা। এ কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে ঘূর্ণায়মান তহবিল হিসেবে ঋণ দেওয়া হয়।

২. দারিদ্র বিমোচনে পল্লী সমাজ সেবা কার্যক্রমঃ  দারিদ্র বিমোচনে পল্লী সমাজ সেবা কার্যক্রম ১০টি উপজেলাতে চালু আছে। এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে দারিদ্র বিমোচন তথা আর্থ-সামাজিক উন্নয়ন।

৩. পল্লী মাতৃকেন্দ্রের মাধ্যমে জাতীয় জনসংখ্যা কার্যক্রমঃ এই কার্যক্রমটি মূলত গ্রামীণ মহিলাদের একটি সংগঠন। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মহিলা। দারিদ্রতা,সামাজিক অবহেলা ও অর্থনৈতিক বঞ্চনায় এদের জীবন দুর্বিসহ। কাজেই অর্থনৈতিক কর্মকান্ডে এদের সম্পৃক্ত করতে পারলে অধিক জনসংখ্যা রোধসহ উন্নয়ন কর্মকান্ড সম্ভব।এর ফলশ্রুতিতে ৩টি পর্বের মাধ্যমে রাঙ্গামাটি সদর উপজেলা ও কাউখালী উপজেলায় দরিদ্র মহিলাদের মধ্যে ঋণ দেওয়া হয়। এ আদায়ের হার ৯৩%।

৪. হাসপাতাল সমাজ সেবা কার্যক্রমঃ এ কার্যক্রমটি রাঙ্গামাটি আধুনিক সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে সমিতির তহবিল থেকে রাঙ্গামাটি জেলাধীন দুঃস্থ, অসহায় ও অত্যন্ত গরীব রোগীদের জন্য যাবতীয় ঔষধপত্র ক্রয়,যাতায়াত ভাতাসহ অন্যান্য সাহায্য প্রদান করা হয়। এ কার্যক্রমের আওতায় এসিডদগ্ধ বা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকার নতুনভাবে বরাদ্ধ প্রদান করেছেন।

 ৫. শিশু-পরিবার(বালিকা): রাঙ্গামাটি সরকারী শিশু পরিবারে পিতৃহীন অথবা পিতৃ-মাতৃহীন শিশুদের পারিবারিক পরিবেশে স্নেহ-ভালোবাসা ও যত্নের সাথে লালন পালন করে তাদের মধ্যে পারিবারিক বন্ধন, দায়িত্ববোধ ও শৃঙ্খলা সৃষ্টিসহ উপযোগী শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। এ সদনে আসন সংখ্যা ১৭৫ জন। বর্তমানে সংখ্যা ১০০। পূনর্বাসিত নিবাসীর সংখ্যা ৭১৯ জন। ভর্তিকৃত শিশুদের ১৮ বছর পর্যন্ত শিক্ষা, থাকা খাওয়া, পোশাক-পরিচ্ছদসহ যাবতীয় খরচ সরকার বহন করে থাকেন।

৬. প্রবেশন এন্ড আফটার কেয়ার সার্ভিসঃ এ কার্যক্রমের আওতায় অপরাধী শিশু কিশোরদের প্রবেশন কাররক্রমের মাধ্যমে পুনর্বাসন করা হয় এবং তাদেরকে বিভিন্ন প্রশিক্ষন কার্যক্রমের মাধ্যমে পুনর্বাসন করা হয়ে থাকে।

৭.এসিডদগ্ধ মহিলা শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমঃ এ কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে প্রশিক্ষণের দ্বারা প্রতিবন্ধীদের কর্মদক্ষতা বৃদ্ধি করে উপার্জনক্ষম ও আত্মকর্মসংস্থানের সুযোগ – সুবিধা সৃষ্টি করে দিয়ে স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন , আত্তনিরভরশিল, স্বাবলম্বী এবং সামাজিকভাবে পুনর্বাসন করা। অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান করা হচ্ছে ৮৫০ জঙ্কে। মাথাপিছু মাসিক ২২০/- টাকা হারে । প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ১ম শ্রেণী হতে স্নাতকোত্তর পর্যন্ত ১১৩ জনকে মাথাপিছু মাসিক ৩০০/- টাকা হতে ২,০০০/- টাকা পর্যন্ত উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত ১৭৪৩ জন প্রতিবন্ধীকে সুদমুক্ত ১,৯৯,৯৪,১৭৪/- টাকা ঋণ প্রদান করা হয়েছে।

৮. বয়স্ক ভাতা কার্যক্রমঃ সমাজে বয়সের ভারে যারা একেবারে কর্মহীন তাদের দুবেলা অন্ন জোটানোর তাগিদে সরকার বয়স্ক ভাতার প্রবর্তন করেছেন। বর্তমানে এই খাতে পৌর এলাকায় ও ১০ টি উপজেলায় ২৫০/- টাকা সর্বমোট = ১১৪২৯ জন বয়স্ক ভাতা পাচ্ছেন।

৯. অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা কার্যক্রমঃ দেশের স্বাধীনতা যুদ্ধে যে সকল ব্যক্তি নিজের জীবন বিসর্জন দিয়ে যুদ্ধ করতে গিয়ে পঙ্গুত্ব অথবা অসচ্ছল জীবন-যাপন করছেন তাদের জন্য সরকার এই ভাতাটির প্রবর্তন করেছেন।  রাঙ্গামাটি জেলায় বর্তমানে ৫৩ জনকে মাথাপিছু ৬০০/- টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে।

১০. নিবন্ধীকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানঃ এ জেলার আওতায় নিবন্ধীকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সংখ্যা ২৬৫ টি এবং এতিমখানার সংখ্যা ২৫ টি । ৪৩২ জনকে প্রতিমাসে ক্যাপিটেশন গ্রান্ট প্রদান করা হচ্ছে।

১১. সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রমঃ এ কার্যক্রমটি পরিচালনার জন্য একটি রিসোর্স রুম তৈরী করা হলেও বদলী জনিত কারণে পদটি খালি থাকায় এবং পদটি টেকনিক্যাল হওয়ায় কারো দ্বারা কার্যক্রমটি পরিচালনা করা যাচ্ছে না।

 জনবলঃ বর্তমানে সমাজসেবা বিভাগে ২২২ জন কর্মকর্তা/ কর্মচারীর পদ আছে। তন্মধ্যে ২০ জন কর্মকর্তা এবং ২০২ জন কর্মচারী।